টিএসসিতে বন্যার্তদের জন্য ব্যতিক্রমী উদ্দ্যোগ।
টিএসসিতে বন্যার্তদের জন্য ব্যতিক্রমী উদ্দ্যোগ।
মোঃ সাইদুর রহমান সোহাগ (পটুয়াখালী জেলা প্রতিনিধি):
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত বানভাসিদের জন্য গণত্রাণ কর্মসূচি চলছে। গতকাল অর্থাৎ ২৩ আগস্ট রোজ শুক্রবার টিএসসিতে অনেক খাবার ও বস্ত্র জমা দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষ। উল্লেখ্য হাজার হাজার ছাত্র জনতা ও অভিভাবকবৃন্দ ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন যা বাংলাদেশে এই প্রথম। যেখানে বিনা পারিশ্রমিকে নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছেন।তবে এর আগে দেশে বন্যা হলেও এরকম দৃশ্য বাংলাদেশের মানুষ দেখেনি। অনেক ছেলে মেয়ে আছেন যারা বাসায় এক গ্লাস পানি ঢেলে খাইনি।অথচ তারাই আজ রোদ বৃষ্টির মধ্যে বানভাসিদের জন্য কাজ করছেন যা সত্যি চোখে দেখার মত। ছাত্র জনতা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন যেখানে থাকবে না কোন বৈষম্য।বন্যাকবলিত মানুষের সহযোগিতার জন্য ত্রাণ সামগ্রী মধ্যে বিশেষ করে চিড়া,মুড়ি,গুড়,স্যালাইন এবং নানান বয়সের মানুষের জন্য অর্থাৎ শিশু থেকে বৃদ্ধদের জন্য বস্ত্র দান করেছেন। ২৩ আগস্ট রোজ শুক্রবার মোট ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আজ ২৪ আগস্ট রোজ শনিবার ২কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৪৭০ টাকা সংগ্রহীত হয়েছে বলে "জনগণের কন্ঠ"কে জানিয়েছেন ।দেশবাসীর উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বানভাসিদের সহযোগিতায় এগিয়ে আসতে বলছেন।
What's Your Reaction?