চরফ্যাশনে পুকুরে চাষ করে স্বাবলম্বী 'নদীর কোরাল'

আনোয়ার উল্লাহ (শরীফ)

Jan 6, 2025 - 23:29
 0  7
চরফ্যাশনে পুকুরে চাষ করে স্বাবলম্বী 'নদীর কোরাল'

জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫

ভোলার চরফ্যাশনে নদীর কোরাল মাছ  পুকুরে চাষ করে স্বাবলম্বী হচ্ছেন মৎস্য চাষীরা। মিঠা পানিতে কোরাল মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার কারণে অন্যান্য মৎস্য চাষীরাও এই মাছ চাষে ঝুঁকছেন। উপজেলার বিভিন্ন জায়গায় মৎস্য চাষীরা ছোট বড় পরিসরে কোরাল মাছের চাষ করছেন।

চরফ্যাশন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মৎস্য খামারী মিজানুর রহমান জানান, আমি প্রায় ১৫ থেকে ২০ বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। বর্তমানে আমি দুইটি পুকুরে কোরাল মাছ চাষ করি। স্বাদযুক্ত পানিতে কোরাল মাছ চাষ করতে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আমাকে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ দেয়। মূলত অনেক আগে থেকেই শখ ছিল কোরাল মাছ চাষ করার। তবে কোরাল যে মিঠা পানিতে সহজ উপায়ে চাষ করা যায় এ সম্পর্কে আমার মোটেও ধারণা ছিল না। পরে চর কচ্ছপিয়ায় নদী থেকে পোনা সংগ্রহ করে কোরাল মাছ চাষ শুরু করি। আট থেকে নয় মাস পরপর প্রায় ১ থেকে দেড় লাখ টাকার কোরাল মাছ বিক্রি করে আসছি।

কোরাল চাষের প্রক্রিয়ার বিষয়ে মৎস্য চাষী মিজান আরও বলেন, পুকুরে ছাড়ার আগে প্রথমে কোরাল মাছের পোনা এনে তাদের নেটে আটকিয়ে ডিমের কুসুম খেতে দেই। এতে অনেকাংশে পোনা গুলোর শক্তি বৃদ্ধি পায়। ফলে নদী থেকে এনে মিঠা পানিতে চাষ করলেও তাদের মধ্যে মৃত্যুহার অনেক কমে যায়। পুকুরে কোরাল মাছের খাবার হিসেবে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও জীবিত পুটি মাছসহ বিভিন্ন ছোট মাছ দেই।

আরেক মৎস্য চাষী উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কোরাল মাছ চাষী মেহেদী হাসান বলেন, অনেকদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলাম, তবে এখন ভেটকি (কোরাল) মাছ চাষ করে বেশ লাভবান হচ্ছি। ভেটকি (কোরাল) মাছের তেমন রোগ-বিমারি হয় না। পুকুর ব্যবস্থাপনা ও খাবার ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে করতে পারলে এই মাছ চাষে বেশ লাভবান হওয়া যায়। চরফ্যাসনে ভেটকি (কোরাল) মাছ বাজারজাত করার ভালো ব্যবস্থা বিদ্যমান থাকায় বিক্রিতে কোন ধরনের সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, কোরাল মাছ চাষে মৎস্য চাষীদের আগ্রহ বাড়াতে আমরা কাজ করছি এবং নিয়মিত তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এই মাছ চাষে সফলতার হার খুব বেশি। তাছাড়া কোরাল মাছের বাজার মূল্য বেশি হওয়ায় অল্প পুজিতে বেশি লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন।

জনগণের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow