রাস্তা পাকা করনের দাবিতে উপজেলা প্রশাসনের নিকট স্মারক লিপি প্রদান
সেলিম আহমেদ ( শেরপুর জেলা প্রতিনিধি) : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার অন্তর্গত ৪ নং নয়াবিল ইউনিয়নের বাঘবেড় খরিয়াপাড়া মসজিদ -আন্ধারুপাড়া মসজিদ পর্যন্ত কাচা রাস্তার বেহাল দশায় জনগণের জন্য দুর্ভোগের কারণ হয়ে উঠেছে। এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে থাকে, পিচ্ছিল ও গর্ত হয়ে একদম চলাচলের অনুপযোগী হয়ে যায়। প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের জন্যও দুর্ভোগে পরিণত হয়েছে এই রাস্তাটি। বাঘবেড় খরিয়াপাড়া মসজিদ হতে মৌয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তাটি যার আইডি কোড নং ৩৮৯৭০৫১৬৩ এবং আন্ধারুপাড়া মসজিদ হতে মৌয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে রাতকুচি পর্যন্ত যার আইডি কোড নং ৩৮৯৭০৫৮৩ রাস্তাটুকু কাচা থাকায় মৌয়াকুড়া, রাতকুচি, খলিশাকুড়া, বাঘবেড় খড়িয়াপাড়ার মানুষ গুলোর চলাচলের একমাত্র রাস্তাটি কাচা থাকায় বর্ষাকালে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এই জনদুর্ভোগ এড়ানোর জন্য স্হানীয় শিক্ষক সেলিম আহমেদ ও তরিকুল ইসলামের উদ্যোগে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করে ও রাস্তা পাকা করনের জন্য নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্হানীয় মৌয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান স্মারক লিপিতে এলাকাবাসীর পক্ষে জন দুর্ভোগ এড়ানোর জন্য সুপারিশ করেছেন। সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলা হলে উনি আশ্বাস দিয়েছেন অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি পাকা করনের ব্যবস্থা হবে।
What's Your Reaction?