উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনা
১৭ মার্চ, ২০২৫ | ৩ চৈত্র ১৪৩১ | ১৬ রমজান ১৪৪৬
মেজর লিগ সকারে কিছু ম্যাচে সাইড লাইনে ছিলেন লিওনেল মেসি। সর্বশেষ রবিবার আটলান্টার বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জেতা ম্যাচে শুরুর একাদশে ফিরেছেন। করেছেন গোল। কিন্তু পেশিতে অস্বস্তি ছিল তার। তাই আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচ মিস করতে যাচ্ছেন তিনি। বাছাইয়ে বিশ্বকাপ জয়ীরা মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিলের।
পেশিতে সমস্যা থাকায় ৩৭ বছর বয়সীকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আর্জেন্টিনা। মেসি তাই যুক্তরাষ্ট্রেই থাকবেন। বিশ্বকাপ বাছাইয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট। শনিবার ভোর সাড়ে ৫টায় তারা মুখোমুখি হবে উরুগুয়ের। তার পর ২৫ মার্চ মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। আর্জেন্টিনার মতো সেলেসাওদের দলেও প্রাণভোমরা নেইমারের খেলা হচ্ছে না। একইভাবে পেশির ইনজুরিতে পড়েছেন তিনি।
What's Your Reaction?






