গাজায় বিমান হামলায়; নিহত অন্তত ১৩১
১৮ মার্চ, ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর গাজাজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর গাজায় এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে। আহত ও নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গাজা উপত্যকার উত্তরে অবস্থিত গাজা সিটিতেই ইসরায়েলি বিমান হামলায় ২০ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। এ হামলা জোরদার করা হবে।
What's Your Reaction?






