শুনানিতে মেজবাহউদ্দিনকে দেশের শ্রেষ্ঠ মানবিক প্রশাসক হিসেবে দাবি করলেন।
আনোয়ার উল্লাহ শরিফ/জনগণের কন্ঠ প্রতিনিধি
দ্বীপ জেলা ভোলার মাটি ও মানুষের বন্ধু সাবেক সচিব জনাব মেজবাহ উদ্দিন সত্যিই বাংলাদেশের গর্বিত সন্তান।
গত (২ অক্টোবর) রোজ বুধবার সাবেক সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারন সম্পাদক শ্রদ্ধেয় জনাব আলহাজ্ব মেজবাহ উদ্দিনকে মিথ্যা মামলা ও হয়রানি মুলক গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গ্রেফতারের পর সাবেক সচিব মেজবাহ উদ্দিন সাহেবকে গতকাল রাতে যথাযথ সম্মানের সাথে ডিবি কার্যালয়ে নেয়ার পর থেকে আজ এই মাত্র ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট ভবন (২য় পর্যায়) ২তলার ২৮নম্বর কোর্টে হাজির করার জন্য লিফটে ওঠানো হয়েছে।
এরপর নেয়া হলো সালাম মুর্শেদী ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে।
সাবেক সচিব মেজবাহ উদ্দিনের প্রতি আদালত প্রাঙ্গণের আইনজীবী, পুলিশ কর্মকর্তা, সাধারণ পুলিশ ও উপস্থিত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশের এক বিরল দৃশ্য চোখে পড়লো।
শুনানিতে ২৮সিএমএম কোর্টে ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের কাছে হাজির সব আইনজীবী
মেজবাহউদ্দিনকে দেশের শ্রেষ্ঠ মানবিক প্রশাসক হিসেবে দাবি করলেন।
প্রশংসিত রায়ের নোটে ম্যাজিস্ট্রেট লিখে পুলিশকে দিলেন।
রাষ্ট্রকে সাহায্য/আইনের শাসনের জন্য সম্মানের সাথে ৩দিনের রিমান্ডের পূর্বে ও পরে মেজবাহ উদ্দিনের পূর্ণ মেডিকেল চেকআপের নির্দেশনা দিলেন।
তখনকার সরকারের অভ্যন্তরে সাবেক সচিব মেজবাহ উদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেনের আক্রোশ ও নিজ এলাকা চরফ্যাসনে এমপি জ্যাকবের হামলার শিকার হয়েছিলেন।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?