নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটরসাইকেল, ড্রেজার, পাম্প জব্দ এবং পাইপ ধ্বংস করেছে নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বারবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা হলেও পরে আবারও অসাধু বালু ব্যবসায়ীরা এই কাজ শুরু করে। সম্প্রতি ভোগাই নদীর যোগানিয়া ইউনিয়নের গোবিন্দনগর এলাকায় নদীতীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল।
এমতাবস্থায়, শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন, ৪টি পাম্প, ১টি মোটরসাইকেল জব্দ এবং ১টি নৌকা, ৩টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, "অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।"
What's Your Reaction?