বিশ্বাস রাখ তোমার রবের প্রতি একদিন তোমার চাওয়া গুলো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ
আনোয়ার উল্লাহ শরিফ
® শুক্রবার/ জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন।
শুক্রবার মানেই গুনাহ মাফের একটি বিশেষ সুযোগ।
(জুম্মা মুবারক)
® আমি আল্লাহর কাছে আপনার জন্য একটি বরকতময় ও আনন্দদায়ক জুম্মা কামনা করছি।
এই মূল্যবান দিনটি আপনার হৃদয়ে সন্তুষ্টি নিয়ে আসুক এবং আপনার জীবনকে আল্লাহর দান দিয়ে পূর্ণ করুক! আমিন।
® আল্লাহ তায়ালা জুমার দিনের উছিলায় আমার আপনার ছোট-বড়, প্রকাশ্য ও গোপন, প্রথম ও শেষের সকল গুনাহ মাফ করে দিক। আমিন।
® মুসলমান হওয়া মানে শুধু মসজিদে যাওয়াই নয়, বরং এর চেয়েও বেশি কিছু। মহান আল্লাহ শুধু আপনার উপস্থিতিই নয়, বরং উনার প্রতি আপনার মনোযোগও চান।
® যৌবন কালের চেহারাটা মানুষ পছন্দ করে। আর যৌবন কালের ইবাদত পছন্দ করেন স্বয়ং আল্লাহ।
® হে মুমিনগন, জুম’আর দিনে যখন সালাতের জন্য আজান হয়, তখন তোমরা আল্লাহর স্বরন পানে ত্বরা কর, এবং কেনাবেচা বন্ধ কর, এটাই তোমাদের জন্য উত্তম; যদি তোমরা বুঝ। ~ আল কুরআন
® পৃথিবীতে সবচেয়ে বড় চাকরি হচ্ছে সালাত, যার বেতন হচ্ছে জান্নাত।
® কোন মুসলিম যখন মসজিদের দিকে রওনা হয়,সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত, তার প্রতি কদমে আল্লাহ তায়ালা একটি নেকী দান করেন,এবং একটি করে গুনাহ মাফ করেন। হযরত মুহাম্মদ (সাঃ)
® পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো নামাজের সিজদাহ। কারন ইমানদার ব্যক্তির সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত বলা যায়।
® প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সেজদা অবস্থায় মৃত্যু দান করিও। আমিন।
® নতুন আশা, নতুন দিন,আজকে এল জুমার দিন।লাগছে ভাল ছাড়বো ঘর,মসজিদে যাবো ১২ টার পর।আকাশের সূর্য দিচ্ছে আলো,জুমার নামায পড়তে লাগবে ভালো।
® সপ্তাহের সেরা একটি দিন শুক্রবার দিন,আর সপ্তাহের নামাজের মধ্যে সেরা নামাজ হলো জুমার নামাজ।আল্লাহ তায়ালা আমাদের সকলকে পবিত্র জুম্মার নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন।
(সকলকে জুমার দিনের শুভেচ্ছা)
জনগণের কন্ঠ প্রতিনিধি
What's Your Reaction?