সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

Apr 2, 2025 - 16:59
 0  59
সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ  পুনর্মিলনী অনুষ্ঠান।
1 / 1

1. সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

মোঃ ইমরান হোসেন 
উপজেলা প্রতিনিধি, উল্লাপাড়া। 

০২/০৪/২০২৫ ইং বুধবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান।
বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব, আব্দুল মালেকের সভাপতিত্বে ২০১১ ইং  এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০২৪ ইং ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে  অনুষ্ঠিত  হয় প্রথম পুনর্মিলন। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জনাব, এনামুল হক। উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা পরিচালকের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত এমন অনুষ্ঠান হয়নি। কৃতি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (বি. সি. এস. ক্যাডার রসায়ন) বর্তমানে সরকারি আকবর আলী কলেজের সম্মানিত প্রভাষক তার উদ্যোগেই এই পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন অস্ট্রেলিয়া প্রবাসী জনাব, রুবেল খান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্তমান এবং প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা বিতরণ করা হয়। উঠে আসে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য এবং বিদ্যালয়ের ভবিষ্যতের সাফল্যও কামনা করা হয়। 
সবার মধ্যেই যেন নেমে আসে আনন্দের উচ্ছাস আর স্মৃতি চারণ। বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী পুরষ্কার প্রদানের মাধ্যমেই সমাপ্তি হয় ২০২৫ এর পুনর্মিলন অনুষ্ঠান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow