ভিমরুলের কামরে একই পরিবারের ৩ জনের মৃত্যু
আনোয়ার উল্লাহ শরিফ

জনগণের কন্ঠ প্রতিনিধি
মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দুধনই বাজার মসজিদের সম্মানিত ইমাম ও মুহাদ্দিস মাওলানা আবুল কাসেম সাহেব সহ তার দুটি সন্তান ভিমরুলের কামড়ে মৃত্যুবরণ করেন।
"ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন"
বাবা,ছেলে,মেয়ে তিন জনের জানাজা আজ সকাল ৯ টায় দুধনই ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ভীমরুল একটা ফ্যামিলিকে এভাবে শেষ করে দিতে পারে এটা জানা ছিলনা।
ধোবাউড়ার ইতিহাসে এটাই প্রথম বাবা,ছেলে,মেয়ে তিন জনের জানাজা একসাথে।
জানা যায়,ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা দুধনই বাজারের মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবুল কাসেম সাহেব বন্যার পানিতে উনার দুইজন বাচ্চাকে নিয়ে নৌকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ভিমরুল তাদের মাথা থেকে পা পর্যন্ত কামড়িয়ে মারাত্মকভাবে আহত করে।
সেখান থেকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা সিরিয়াস হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বাবা,মেয়ে মারা যায়। হাসপাতালে নেয়ার পর ছেলেটারও মৃত্যু হয়।
মহান আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্তবা দান করুন। সেই সাথে শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার তাওফিক দিন। আমিন।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?






