ভোলা-চরফ্যাশনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু।

মো:শাহিন/জনগনের কন্ঠ প্রতিনিধি

Oct 12, 2024 - 23:45
 0  8
ভোলা-চরফ্যাশনে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু।

উপজেলা প্রতিনিধি:

 ভোলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে এবং ধনিয়া ইউনিয়নের দক্ষিণ পরপাতা গ্রামের এ মর্মান্তিক ঘটনা ঘটে। সদর থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশু হলো- হুজাইফা আক্তার (৩) ও সাইফুল আহমেদ (২)। হুজাইফা আক্তার সদর উপজেলা ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে এবং সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে। তাদের পরিবার পুলিশকে জানিয়েছে, শনিবার সকালে পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে চরফ্যাশন উপজেলায় গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ওমরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউসুফের ৪ বছরের ছেলে শিশু জুবায়েদ এবং একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুমনের ৫ বছরের ছেলে আরিয়ান। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। শিশুদের পরিবারিক সূত্রে জানা গেছে, শিশু আরিয়ান শনিবার সকালে ওমরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের তার খালা বাড়িতে বেড়াতে যায়। ওইদিন বেলা ১১ টার দিকে তার খালাতো ভাই জুবায়েদকে সঙ্গে নিয়ে বাড়ির পুকুরে গোসল করতে নামে তারা। শিশু আরিয়ান এবং জুবায়েদ সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ পরেও তারা না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজতে শুরু করেন। একপর্যায় দুপুর সাড়ে ১২ টার দিকে পুকুরের মধ্যে তাদের ভাসতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে ওই দুই শিশুকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তারা মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তবে মৃত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনগনের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow