১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যে প্রক্রিয়াতে হবে জানুন
বর্তমানে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক শিক্ষক হবার ক্ষেত্রে। এজন্য এনটিআরসিএ পরীক্ষা নিয়ে থাকে তিনটি ধাপে। সবার মাঝে এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষা খুবই জনপ্রিয়তা লাভ করেছে।
বর্তমানে একটি চক্র গুজব ছড়িয়েছে যে, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুটি ধাপে হবে। রিটেন হবেনা। কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা । স্রেফ গুজব। কারণ jonogonerkonto.com এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছে এবিষয়ে। কর্মকর্তারা জানিয়েছে ১৯তম শিক্ষক নিবন্ধন আমরা দ্রুতই প্রকাশ করবো। এবং বরাবরের মত প্রিলি , রিটেন ও ভাইভা নেওয়া হবে। দুধাপে নয় তিনধাপেই অনুষ্ঠিত হবে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। পরীক্ষার্থীরা গুজবে কান দিলে নিজেদের ক্ষতি নিজেরাই করবে। আমরা গুজব ছড়ানোকারীকে আইনের আওতায় নিয়ে আসবো।
তাছাড়া সনদ দেওয়া হবে কিনা জানতে চাইলে jonogonerkonto.com কে বলেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত গ্রহণ হয়নি। তবে নতুন নিয়ম চালু হতে সময় লাগবে। নতুন নিয়ম চালু হলে প্রিলি, রিটেন ও ভাইভা তিনটি পদ্ধতিতে পরীক্ষা থাকবে । শুধুমাত্র তখন সনদ দেওয়া হবেনা। বিসিএসের মত সুপারিশ করা হবে।
What's Your Reaction?