অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা, অসুস্থ হয়ে হাসপাতালে আরও ২

৩১ জানুয়ারি, ২০২৫ | ১৭ মাঘ ১৪৩১ | ৩০ রজব ১৪৪৬

Jan 31, 2025 - 14:38
Jan 31, 2025 - 14:39
 0  4
অনশনে তিতুমীরের শিক্ষার্থীরা, অসুস্থ হয়ে হাসপাতালে আরও ২

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করে রাষ্ট্রীয় স্বীকৃতিরসহ ৭ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতন পালিত এই কর্মসূচি পালনকালে অসুস্থ হয়ে যাওয়া দুই শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা ও কলেজ কর্তৃপক্ষ।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১২টা নাগাদ একজন শিক্ষার্থী ও সাড়ে ১২টা নাগাদ অন্য আরেক শিক্ষার্থীকে কলেজ কর্তৃপক্ষের দুটি গাড়িতে রাজধানীর কলেজ গেটে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্দেশ্যে পাঠানো হয়। 

অসুস্থ হয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো এক শিক্ষার্থীর নাম, বেল্লাল হাসান। তিনি ২২-২৩ সেকশনের বাংলা বিভাগের ছাত্র ও জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো রায়হান নামের অন্য আরেক শিক্ষার্থী গনিত বিভাগের ২০-২১ সেকশনের শিক্ষার্থী বলে জানা গেছে।

এছাড়াও কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের দেয়া তথ্য মতে, আন্দোলন চলাকালে এখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১৩ জন। এর মধ্যে সদ্য অসুস্থ হওয়া দুই শিক্ষার্থীসহ মোট ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩ জন এবং জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি ১ জন।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি বিকাল ৫ টা হতে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির লক্ষ্যে ৭ দফা দাবিতে এই আমরণ অনশন পালন করছে শিক্ষার্থীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow