কর্মপরিবেশে সেরা যে ১০ দেশ

কর্মপরিবেশে সেরা যে ১০ দেশ

Aug 4, 2024 - 14:15
Aug 12, 2024 - 15:36
 0  43
কর্মপরিবেশে সেরা যে ১০ দেশ

বিশ্বজুড়ে কর্মীদের চাকরির ক্ষেত্রে কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্মপরিবেশের ওপর নির্ভর করে কর্মীরা কত সাবলীলভাবে কাজ করতে পারেন। চলতি বছর কর্মপরিবেশে বিশ্বজুড়ে সেরা ১০টি দেশের তালিকা প্রকাশিত হয়েছে।
চাকরির সুযোগ, কর্মজীবনের ভারসাম্য, জীবনযাত্রার মান ও প্রবাসী কর্মিবান্ধব নীতির ওপর ভিত্তি করে এসব দেশের তালিকা করা হয়েছে। তালিকার দেশগুলো হলো—

নিউজিল্যান্ড

তালিকার একদম শীর্ষে আছে নিউজিল্যান্ড। দেশটিতে প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রার উচ্চমান আছে। দেশটিতে কৃষি, পর্যটন, প্রযুক্তি খাতসহ বিভিন্ন খাতে চাকরির বিপুল সুযোগ আছে।

নেদারল্যান্ডস

প্রগতিশীল কাজের সংস্কৃতি, শক্তিশালী অর্থনীতি ও জীবনযাত্রার উচ্চমানের কারণে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডস। দেশটিতে প্রযুক্তিশিল্পে চাকরির সুযোগসহ কর্মজীবনের চমৎকার ভারসাম্য বিরাজমান।

দক্ষিণ কোরিয়া

ইলেকট্রনিকস, অটোমোটিভ ও প্রযুক্তি খাতে চাকরির বিপুল সুযোগ আছে। এ ছাড়া আধুনিক অবকাঠামোসহ সংস্কৃতিগত কারণে দেশটিতে কাজের উপযুক্ত পরিবেশ বিরাজ করে। এ কারণে দেশটি সেরা কর্মপরিবেশের তালিকায় তৃতীয় অবস্থানে আছে।

অস্ট্রেলিয়া

বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির কারণে প্রবাসীদের চাকরির জন্য অস্ট্রেলিয়া খুবই জনপ্রিয় একটি দেশ। তালিকার চতুর্থ অবস্থানে থাকা এ দেশটিতে কাজের উচ্চ মজুরি দেওয়া হয়। সিডনি ও মেলবোর্নে ফিন্যান্স, স্বাস্থ্যসেবা খাত ও মাইনিং সেক্টরে কাজের অনেক সুযোগ আছে।

জার্মানি

ইউরোপের বড় অর্থনীতির দেশ জার্মানিতে শক্তিশালী শিল্প খাত ও দক্ষ কর্মী রয়েছে। তালিকার পঞ্চম অবস্থানে থাকা এ দেশটিতে ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ও ফিন্যান্স খাতে প্রবাসীদের কাজের অনেক সুযোগ আছে।

ব্রাজিল

বর্ধনশীল অর্থনীতি ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির কারণে এখন ব্রাজিল প্রবাসীদের আস্থার জায়গা হয়ে উঠছে। সাও পাওলো ও রিও ডি জেনিরো শহরে কৃষি, জ্বালানি ও পর্যটন খাতে চাকরির বিপুল সুযোগ আছে। দেশটি তালিকার ষষ্ঠ অবস্থানে আছে।

ডেনমার্ক

ডেনমার্কে কর্মজীবনের ভারসাম্য, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার উচ্চমান বিরাজ করে। প্রবাসী কর্মীরা শক্তিশালী সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের কারণে ব্যাপক সুবিধা পেয়ে থাকেন। শিক্ষা, ফার্মাসিউটিক্যালস ও প্রযুক্তি খাতে চাকরির বেশ সুযোগ আছে এ দেশে। দেশটি কর্মপরিবেশের তালিকায় সপ্তম অবস্থানে আছে।

বতসোয়ানা

স্থির রাজনৈতিক পরিবেশ ও ক্রমবর্ধমান অর্থনীতির কারণে কাজের জন্য বতসোয়ানা প্রবাসী কর্মীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রবাসীদের জন্য দেশটিতে কৃষি, মাইনিং ও পর্যটন খাতে কাজ করার সুযোগ আছে। দেশটি কর্মপরিবেশের তালিকায় অষ্টম অবস্থানে আছে।

ডেনমার্কে প্রবাসী কর্মীরা শক্তিশালী সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেমের কারণে ব্যাপক সুবিধা পেয়ে থাকেনছবি: লিংকডইন থেকে নেওয়া

কানাডা

বহুসংস্কৃতির দেশ কানাডায় স্বাস্থ্যসেবা খাতে কাজের ব্যাপক সুবিধা আছে। কর্মপরিবেশের তালিকায় নবম অবস্থানে থাকা দেশটির টরন্টো, ভ্যাঙ্কুভার ও মন্ট্রিলে ফিন্যান্স, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা খাতে প্রায় সময় কর্মী আহ্বান করা হয়।

কম্বোডিয়া

তালিকার দশম অবস্থানে আছে কম্বোডিয়া। প্রবাসী কর্মীদের কাছে চাকরির জন্য দেশটি এখন জনপ্রিয়তা পাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow