সোহরাওয়ার্দী উদ্যানে তাবলীগ জামাতের ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত
মাওলানা আনোয়ার উল্লাহ শরীফ
জনগণের কন্ঠ প্রতিনিধি
কওমি মাদ্রাসা, তাবলীগ ও দ্বীন রক্ষার লক্ষ্যে দেশের শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েখের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ নভেম্বর ২০২৪) রোজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুরে ১টা পর্যন্ত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে হেফাজতে ইসলামের আমির হযরত মাওলানা আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী সাহেবের সভাপতিত্বে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম হযরত আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী (দা. বা.)
অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ হাফিজাহুল্লাহ মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী হুজুর, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা আরশাদ মাদানী, মুফতি মনসুরুল হক, মুক্তির শামসুদ্দিন জিয়া, মুফতি শহিদুল্লাহ মুফতি জসিম উদ্দিন, মাওলানা সৈয়দ রেজাউল করিম, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা মাহফুজ হক, মুফতি দেলোয়ার হোসাইন, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মামুনুল হক (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মোস্তাকুন্নবী কাসেমী, মাওলানা মুফতি হাসান জামিল, মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা নুরুল ইসলাম আদীব, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা জাফর আহমদ, মাওলানা খলিল সাইফুল্লাহ সাদী, মাওলানা জুনায়েদ আল হাবিব প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, তাবলীগ ও ইজতেমা ওলামা কেরামদের তত্ত্বাবধানে চলছে ও চলবে। সাদিয়ানীদের এই বাংলার ভূমিতে ইজতেমা করার কোন অধিকার নেই।
তাবলীগ,ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে অফিসিয়ালী ৯ দফা দাবি ঘোষণা করা হয়।
১. তাবলীগ নিয়ে বিচ্ছিন্ন মহলের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
২. সাধারণ শিক্ষা সিলেবাসে ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
৩. আলেমদের বিরুদ্ধে বিগত সরকারের যাবতীয় মামলা প্রত্যাহার করতে হবে।
৪. শাপলা চত্বরের গণহত্যায় জড়িত আসামীদের বিচার করতে হবে।
৫. ১৮ সালের টঙ্গী ময়দানে সাদপন্থীদের নৃশংসভাবে আক্রমণের বিচার করতে হবে।
৬. কোনো অবস্থাতেই বিভ্রান্ত কারী সাদ সাহেবকে এদেশে আসতে দেয়া হবে না।
৭. আলেমপন্থীদের বিশ্ব ইজতেমাকে সরকারঘোষিত দুই পর্বে করতে দিতে হবে।
৮. কাকরাইল আজ থেকে কেবলমাত্র শুরায়ি নেজামে পরিচালিত হবে।
৯. অভিশপ্ত কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে।
জনগণের কণ্ঠ.কম
What's Your Reaction?