নালিতাবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ আটক ২
তাওহিদুজ্জামান রোমান
বার্তা সম্পাদক, জনগণের কন্ঠ.কম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৭৭৪ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাত ৯টায় উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৫) এবং শেরপুর সদর উপজেলার ছনকান্দা এলাকার জিয়ারুল হকের ছেলে মো. আলী হোসেন (২৬)।
থানা পুলিশের তথ্য অনুযায়ী, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামের নির্দেশে একটি বিশেষ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নামে। বুধবার রাত ৯টায় উপজেলার চারআলী বাজার এলাকায় অবস্থান নিয়ে পুলিশ একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় মাইক্রোবাস থেকে ৭৭৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা করলে আশরাফুল ও আলী হোসেনকে আটক করা হয়; তবে অপর আসামি আপেল পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম জানান, উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ১০ লক্ষ ৭০ হাজার টাকা। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
What's Your Reaction?