সুলতান উদ্দীন স্মৃতি বৃত্তি পরীক্ষা, ৯টি কেন্দ্রে পরীক্ষার্থী ৫৯০০
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে বেসরকারি এবং কিন্ডার গার্টেন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা। প্রতিবছরের ন্যায় এ বছরও নয়টি কেন্দ্রে প্রায় ১১৬টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষায় চারটি ক্যাটাগরিতে রেজাল্ট প্রদান করা হয়। সাধারণ গ্রেড,ট্যালেন্টপুল, আইকন এবং সুপার আইকন এই চারটি ক্যাটাগরিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ মিলন বলেন, আমাদের লক্ষ্য মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করা। যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করার স্বার্থে সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিভাবকগন আমাদের এই পরীক্ষার মান সম্পর্কে অত্যন্ত সন্তুষ্ট এবং আমাদের পরীক্ষার মান সম্পর্কে সকলেই অবগত। তাই দিন দিন আমাদের এই পরীক্ষাতে অনেক প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হচ্ছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটি সারা বাংলাদেশ ব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।ইনশাআল্লাহ।
What's Your Reaction?