জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবে ফিরবে নিরাপত্তা ব্যবস্থা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবে ফিরবে নিরাপত্তা ব্যবস্থা।

Nov 21, 2024 - 16:10
 0  4
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কবে ফিরবে নিরাপত্তা ব্যবস্থা।

জনগনের কন্ঠ প্রতিনিধি(সাভার,ঢাকা): গতকাল মঙ্গলবার রাতে কলা ভবনের সামনে অটোরিক্সার ধাক্কায় প্রান গেলো জাবির ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিম(রাচি) মার্কেটিং(৫৩) এক শিক্ষার্থীর। গতকাল রাতে কলা ভবনের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় আফসানা করিম রাচির পিছন থেকে ধাক্কা দেয় অটোরিক্সায় । এতে ছিটকে গিয়ে গাছের সাথে পরলে গুরুতর আহত হন আফসানা করিম রাচি ।  পরে আহত অবস্থায় ঐ শিক্ষার্থীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জাবির ক্যাম্পাসে একের পর এক দূর্ষটণা  ঘটেই চলেছে তারপরেও জোরদার  হচ্ছে না জাবির নিরাপত্তা ব্যবস্থা। ২০২২ সালে আরো একবার অটোরিক্সার ধাক্কায় আহত হন এক শিক্ষার্থী তখন প্রশাসন বিভিন্ন নিরাপত্তা জোরদার করার কথা বললেও বাস্তবায়ন হয়নি। চলিতি বছরে এক গৃহবধুকে গণধর্ষনের ঘটনাও ঘটে এই ক্যাম্পাসে।

ক্যাম্পাসের মূলফটকে সিসি টিভি থাকলেও অকেজো অবস্থায় আছে এবিষয়ে জানতে চাইলে জাবির শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন-  ক্যাম্পাসের মূলফটকসহ প্রায় সবখানে সিসি ক্যামেরা থাকলেও কাজ করেনা তাছাড়া চারো পাশে প্রাচির ব্যবস্থা ভালো মানের না থাকায় বহিরাগতরাও যখন তখন ক্যাম্পাসে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে।

অটোরিক্সার অনুমোতি দেওয়ার দায়িত্ব এষ্টেট শাখার এবিষয়ে জানতে চাইলে ডেপুটি রেজিষ্টার(সদ্য সাময়িক বহিস্কৃত) আব্দুর রহমান বলেন অটোরিক্সার অনুমোতি সকল নিয়ম মেনে দেওয়া হয়েছে। এবং স্কুল এন্ড কলেজের মাঠে তাদের চালানো চেস্ট নিয়ে অনুমোতি দেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম করা হয়নি।

ক্যাম্পাস নিরাপত্তা প্রশাসন বলেন ৩১০ টি অটোরিক্সার অনুমোতি থাকলেও ক্যাম্পাসে চলছে ৬৫০ টি অটোরিক্সা তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গা হতে অনুমোতি ছাড়াই ঢুকে পড়ছে। ক্যাম্পাসের প্রাচিরগুলো আরো উচুমানের করার দাবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow