ভোলার লালমোহনে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।

ভোলার লালমোহনে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন। ভোলা জেলার লালমোহন উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Dec 27, 2024 - 20:39
 0  33
ভোলার লালমোহনে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।
লালমোহনে শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন।

কাজী মোঃ সালমান, ভোলা জেলা প্রতিনিধি।

ভোলা জেলার লালমোহন উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন লালমোহন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলার শাখার ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে সহযোগী অধ্যাপক আঃ যাহেরের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমোহন উপজেলা শাখার সভাপতি হাসনাইন আল মূসা ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভোলা জেলা শাখার সভাপতি মো: ইসমাইল হোসেন মনির।

দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন ভোলা জেলা শাখার সহ-সভাপতি একেএম আঃ মালেক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক আব্দুল হক , উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমীন, পৌরসভার আমীর কাজী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মজলিশে সূরার সদস্য মোঃ আযীম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল হোসেন মনির বলেন, হাজারো জীবননের বিনিময়ে পাওয়া বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে কারো অন্যায় ও অনাচারের কারনে বিনষ্ট হতে দেওয়া যাবে না। আগামীদিনে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের অধিকার সম্পূর্ণ রুপে নিশ্চিত করা হবে। তিনি আরোও বলেন  " শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অধিকার চাই" এই স্লোগানকে ধারন করেই সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য লালমোহন উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।


এতে হাসনাইন আল মূসা (সভাপতি), সহযোগী অধ্যাপক মোঃ সালাউদ্দিন (সহ-সভাপতি), মো:সিরাজুল ইসলাম (সহ-সভাপতি), সহকারী অধ্যাপক মোঃ আঃ যাহের (সাধারণ সম্পাদক), হাফেজ কালাম (সহসাধারণ সম্পাদক), মাও ওমর ফারুক(সাংগঠনিক সম্পাদক), মোঃ জাফর উল্লাহ (কোষাধ্যক্ষ) সহ  ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow