বগুড়ায় মারপিট করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠছে সতীনের বিরুদ্ধে
বগুড়ায় মারপিট করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠছে সতীনের বিরুদ্ধে মোঃ গোলাম রব্বানী তালুকদার, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি (বগুড়া):বগুড়ার শিবগঞ্জে পরকীয়ার জেরে এক গৃহবধূকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ভুক্তভোগী বীনা রানী শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। এতে সতীন স্বপ্না রানী, তার মা সপ্তমী রানী ও বোন পুতুল রানীর নাম উল্লেখ করা হয়েছে। বীনা রানীর অভিযোগ, প্রায় ১০ বছর আগে কুড়াহার মন্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে তিন বছরের একটি মেয়ে রয়েছে। কিছুদিন আগে তিনি জানতে পারেন, তার স্বামী বানাইল গ্রামের স্বপ্না রানীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। বীনা জানান, ঘটনার দিন বিকেলে তিনি স্বপ্নার বাড়িতে গিয়ে স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে স্বপ্না জানায়, সে বিপুলকে বিয়ে করেছে। এরপর বিয়ের প্রমাণ দেখতে চাইলে স্বপ্না ও তার পরিবারের সদস্যরা মিলে বীনার ওপর চড়াও হন। এলোপাতাড়ি মারধরের পর পুতুল তার গলায় ওড়না পেঁচিয়ে ধরে রাখে, আর স্বপ্না ব্লেড ও কাঁচি দিয়ে চুল কেটে দেয়। অন্যদিকে, স্বামী বিপুল চন্দ্র বলেন, “আমি স্বপ্নাকে বিয়ে করেছি। শুনেছি বীনা নিজেই চুল কেটে নাটক করছে। প্রশাসন তদন্ত করে দোষীকে শাস্তি দিক।” স্বপ্না ও তার পরিবারের সদস্যরাও অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বীনা নিজেই চুল কেটে তাদের ফাঁসাতে চাইছে।

What's Your Reaction?






