পাবনার আটঘরিয়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

Dec 25, 2024 - 09:34
 0  8
পাবনার আটঘরিয়ায় কিশোরীর মরদেহ উদ্ধার

আলভি খানম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামে একটি বাঁশবাগান থেকে তমা (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্থানীয়রা হাচেন আলীর বাঁশবাগানে গলায় গামছা পেঁচানো অবস্থায় লাশটি দেখতে পান।

তমা একই গ্রামের নায়েব আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে তমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাঁশবাগানে তমার লাশ দেখতে পান। লাশের পাশেই চিপসের একটি খালি প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে।

খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতেই তমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow