বদলগাছীতে পিকআপ-ট্রলির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ৩

নওগাঁর বদলগাছীতে সোমবার (৩০ শে ডিসেম্বর) দুপুরে ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিক-আপের সঙ্গে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না (১৭) ঘটনাস্থলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী। তথ্য সংগ্রহকালে জানাযাায় নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজন একই গ্রামের বাসিন্দা। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো । পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন ওসি।

Dec 30, 2024 - 16:58
 0  6
বদলগাছীতে পিকআপ-ট্রলির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১ আহত ৩

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow