নতুন বইয়ের ঘ্রাণে নতুন বছর: বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আমেজ

Jan 1, 2025 - 18:42
Jan 1, 2025 - 18:55
 0  24
নতুন বইয়ের ঘ্রাণে নতুন বছর: বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আমেজ

তাওহিদুজ্জামান রোমান
সম্পাদক, জনগণের কন্ঠ.কম

২০২৫ সালের ইংরেজি বছরের প্রথম দিনটি ছিল বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের মতো বনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যও এক আনন্দঘন মুহূর্ত। এদিন বিদ্যালয়ে নতুন বই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়, যা নতুন শিক্ষাবর্ষের সূচনা হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানের সূচনা হয় প্রথম শ্রেণির শিক্ষার্থী তাসনিম অরিনের হাতে বই তুলে দেওয়ার মধ্য দিয়ে। তাসনিম অরিন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া আক্তার এবং জনপ্রিয় নিউজ পোর্টাল 'জনগণের কণ্ঠ'-এর সম্পাদক ও জাতীয় দৈনিক মুক্ত খবর-এর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাওহিদুজ্জামান রোমানের মেয়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আখতার, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম ও তানিয়া আক্তার, সহকারী শিক্ষক কাজল রেখা, লায়লা ইয়াসমিন লাকি, আছিয়া খাতুন, হাসিনা আক্তার, নার্গিস আক্তার, দপ্তরি জাকির হোসেন, অভিভাবকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।

প্রধান শিক্ষক রোকসানা আখতার বলেন, “নতুন বই বিতরণ শুধু শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সূচনা নয়, এটি তাদের স্বপ্ন দেখার একটি মঞ্চ। আমরা আশা করি, নতুন বছরের পাঠ্যপুস্তক তাদের মেধা ও জ্ঞানের বিকাশে সহায়ক হবে।”

বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল আনন্দের জোয়ার। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং পড়াশোনা অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। নতুন বছরের প্রথম দিনে এমন আয়োজন বিদ্যালয়ের পরিবেশে এক ভিন্ন মাত্রা  শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যম ও আশার সঞ্চার করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow