হালুয়াঘাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সানগ্লাস জব্দ

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাকারবারিদের অবৈধ কার্যক্রম রুখতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও সানগ্লাস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) আওতাধীন আইলাতলী বিওপি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট উপজেলার পূর্ব গোবরাকুড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা সীমান্ত পিলার ১১২৪/এমপি সংলগ্ন এলাকা দিয়ে অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন ওষুধ ও সানগ্লাস পাচারের চেষ্টা করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে বিজিবি সদস্যরা ৪৮,৬৯০ পিস ভারতীয় বিভিন্ন ওষুধ ও ৫,৬০০ পিস সানগ্লাস জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৬১ হাজার ৫০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছে। অবৈধ পাচার প্রতিরোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?






