শেরপুর-২ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী দুলাল চৌধুরীর পথসভা ও গণসংযোগ
তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও জাপান প্রবাসী দুলাল চৌধুরী নালিতাবাড়ীতে পথসভা ও গণসংযোগ করেছেন।
রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নালিতাবাড়ী পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও শহর বিএনপি'র আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা প্রবেশমুখে দুলাল চৌধুরীকে বরণ করে নেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিশাল শোডাউনের মাধ্যমে শহীদ মিনার প্রাঙ্গণে এসে তিনি পথসভায় বক্তব্য রাখেন।
পথসভায় সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলাল চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ কাঞ্চন, সামেদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম প্রমুখ।
বক্তব্যে দুলাল চৌধুরী বলেন, "তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব। সাধারণ মানুষের কাছে এই দফাগুলো পৌঁছে দিয়ে জনগণের সমস্যা চিহ্নিত করাই আমার লক্ষ্য।"
তিনি আরও বলেন, "২০১২ সাল থেকে প্রবাসে থাকলেও আমি বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছি। আগামীতে শেরপুর-২ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব।"
What's Your Reaction?