জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 30
জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 30
জামালপুর বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত 30
মোঃ আনোয়ার উল্লাহ
জনগণের কন্ঠ.কম
চরফ্যাশন প্রতিনিধি
জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০
সাইমুম সাব্বির শোভন, জামালপুর
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০৯:৩১ পিএম
শনিবার জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : ইনডিপেনডেন্ট
শনিবার জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। ছবি : ইনডিপেনডেন্ট
জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতরা রাজধানী ঢাকাসহ জামালপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ শনিবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। টানা দুই ঘণ্টা চলা এই সংঘর্ষে দেশীয় অস্ত্রের মহড়া, ৫টি গাড়ি ভাংচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
নেতা-কর্মীরা জানায়, দেওয়ানপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ময়মনসিংহ অঞ্চলের নেতৃবৃন্দের ভিডিও কনফারেন্সের আয়োজন করে জেলা বিএনপি। সেখানে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি, বিএনপি নেতা শামীম আহমেদ, ফিরোজ মিয়া, আরমান ও আনিসুর রহমান বিপ্লব তাদের লোকজন নিয়ে প্রবেশের সময় জেলা বিএনপির নেতা-কর্মীদের সাথে ধাক্কাধাক্কি হয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ–সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেন, ‘বৈঠকে জেলা বিএনপি ক্রাইটেরিয়া যদি সুষ্ঠুভাবে করত তাহলে আমাদের নেতা-কর্মীরা প্রবেশ করতে পারত। ক্রাইটেরিয়াটি সুষ্ঠুভাবে হয়নি। তাই নেতা-কর্মীরা প্রবেশ করতে গেলে সংঘর্ষ বাধে।’
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিএনপি। আর পুলিশ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে তারা।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, ‘একটি মহল চেষ্টা করেছে একটি উত্তেজনা তৈরি করে জামালপুরে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য। আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা সাংগঠনিক রীতি অনুযায়ী কেন্দ্রের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব।’
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত কবির বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পুলিশ সাথে সাথে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?