ভোলায় সারা ফেলেছে 'জনগনের কাছে এসিল্যান্ডের জবাব'

Jan 31, 2025 - 20:32
 0  3
ভোলায় সারা ফেলেছে 'জনগনের কাছে এসিল্যান্ডের জবাব'

উপজেলা প্রতিনিধি চরফ্যাশন:

 ভূমি সেবা পেতে ঘুষ দুর্নীতিও হয়রানি লাগবে উদ্যোগ সারা ফেলেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ কার্যক্রমের আওতায় প্রায় দেড় শতাধিক শুনানি অনুষ্ঠিত হয়। সেখান থেকে একদিনেই আবেদন  করিয়ে দিয়ে নামজারি মঞ্জুর করা হয়। এ সেবার পাশাপাশি সেবাগ্রহীতাকে বীজ ও গাছ উপহার দেওয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান জানান, একজন এসিল্যান্ড জবাবদিহিতার ঊর্ধ্বে নয়- এ ধারণা থেকেই এই উদ্যোগ। তবে শর্ত থাকে যে সেবাপ্রার্থীকে মধ্যসত্বভোগীর কাছে যাওয়া যাবে না। শুনানিতে মূল কাগজপত্রসহ শুধু এসিল্যান্ডের কাছেই ভূমি মালিক কে আসতে হবে। ভূমি অফিসের কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রমাণসহ লিখিত অভিযোগ নিয়ে আসতে হবে। সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে সার্ভার জটিলতা ও ভূমি সেবার অনলাইন আবেদনে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়। এতে সেবা প্রার্থীগণ কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদেরকে তাৎক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে এবং যারা দীর্ঘদিন সেবা না পাওয়ার কারণ বুঝতে পারছেন না তাদেরকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিসে ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ এর মাধ্যমে তাৎক্ষণিক সেবা দেওয়া হবে। কাচিয়া ইউনিয়নের ইব্রাহিম, কুতুবার মাকসুদুর রহমান, পক্ষিয়ার আব্দুস শহিদ মোল্লাসহ সেবা নিতে আসা আরও অনেকেই জানান, বৃহস্পতিবার এ উদ্যোগের খবর পেয়ে ভূমি অফিসে ছুটে এসেছেন তারা। যেখানে তাদের জমির নামজারি তাৎক্ষণিক হয়ে গেছে। অতিরিক্ত টাকা লাগেনি। দালালের খপ্পরে পড়তে হয়নি। তাছাড়া এ কার্যক্রম চালু রাখার দাবি জানিয়েছেন তারা।

মো:শাহিন/জনগনের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow