২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

৩১ জানুয়ারি, ২০২৫ | ১৭ মাঘ ১৪৩১ | ৩০ রজব ১৪৪৬

Jan 31, 2025 - 14:55
 0  4
২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা বললেন স্কালোনি

জীবনের ৩৭ বসন্ত পার করে দিয়েছেন। ফুটবলে দলীয় কিংবা ব্যক্তিগত যা কিছু জেতা সম্ভব সবকিছুই জিতেছেন তর্কসাপেক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ট ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। মাঠে তার একটা পাস কিংবা ড্রিবলিং ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়।

এই শেষ বেলার শেষটা কবে করবেন মেসি তা নিয়ে সমর্থকদের মাঝে যেমন আছে কৌতুহল ঠিক তেমনই আছে মাঠে মেসিকে আর দেখতে না পাওয়ার ভয়। ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ২০২২ বিশ্বকাপ জয়ের পর থেকেই। এবার মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

দক্ষিণ আমেরিকার খেলাধুলাভিত্তিক সাবস্ক্রিপশন টিভি চ্যানেল ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি জানান, মেসি ২০২৬ বিশ্বকাপ খেলতে চান যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানোর সময় আসেনি বলেও ‍উল্লেখ করেন তিনি।

স্কালোনি বলেন,‘বিশ্বকাপের এখনও যথেষ্ট সময় আছে। এটা মেসিও জানে। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। তবে মেসি বিশ্বকাপ খেলতে আগ্রহী। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না। সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া।’

স্কালোনির হাত ধরেই মেসি ২০২২ বিশ্বকাপে পেয়েছিলেন তার সারাজীবনের আরাধ্য বিশ্বকাপকে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ঘরে তুলেছিল তাদের তৃতীয় বিশ্বকাপ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow