নওগাঁর মিঠাপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত।
০১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১ | ১ শা'বান ১৪৪৬

মাওলানা রেজাউল করিম, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. নাসির উদ্দীন। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় ও রাসুল (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন। আলোচনা পর্বে তিনি কোরআন ও হাদিস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন এবং বলেন, “বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মানুষ প্রকৃত শান্তি পাবে।” সম্মেলনে সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়ন শাখার আমির মো. আব্দুস সাত্তার। এছাড়াও বদলগাছী উপজেলার আমির মাওলানা মো. ইয়াছিন আলী, সেক্রেটারি মাওলানা মো. আহসান হাবীব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুস সামাদ, সেক্রেটারি মাওলানা মো. আবু সাইদ, কর্ম পরিষদ সদস্য মাওলানা মো. কামরুজ্জামানসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, প্রভাষক ও বিশিষ্ট ইসলামী বক্তারা উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে অংশগ্রহণকারীরা ইসলামি দাওয়াত ও সংগঠনের ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।
What's Your Reaction?






