শেরপুর-২ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

Feb 10, 2025 - 09:21
Feb 10, 2025 - 12:56
 0  37
শেরপুর-২ আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী গোলাম কিবরিয়া

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ.কম

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. গোলাম কিবরিয়া ভিপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক পৌর আমীর দীন মোহাম্মদ মাস্টার, পৌর আমীর মো. হেলাল উদ্দিন, সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।

গোলাম কিবরিয়া ভিপি স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত, টঙ্গী ক্যাম্পাসের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ছিলেন এবং বর্তমানে শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ, ক্রীড়া, যুব ও প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মতবিনিময় সভায় তিনি শেরপুর-২ আসনকে বৈষম্যহীন, কল্যাণমুখী ও উন্নয়নধারায় সমৃদ্ধ একটি সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow