চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নেতৃত্বে নালিতাবাড়ী গড়ার অঙ্গীকার

Feb 11, 2025 - 05:49
 0  13
চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নেতৃত্বে নালিতাবাড়ী গড়ার অঙ্গীকার

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ.কম

বিএনপির নতুন কমিটিতে পুনরায় আহ্বায়ক বা সভাপতি নির্বাচিত হলে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সুস্থ রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সম্প্রতি ঢাকায় ‘একুশে স্মৃতি সংসদ’ কর্তৃক ‘একুশে স্মৃতি পদক’ প্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুগ্ম-আহ্বায়ক, সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলী আশরাফ ভূঁইয়া, আব্দুল্লাহ আল সানী, কামরুল ইসলাম বিএসসি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

অধ্যক্ষ নুরুল আমীন ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির সঙ্গে যুক্ত হন। কর্মজীবনে তিনি ঝিনাইগাতি আলহাজ শফিউদ্দিন কলেজের গ্রন্থাগারিক পদে চাকরি শেষে অবসর গ্রহণ করেন।

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার লক্ষ্যে ১৯৯৪ সালে তিনি নালিতাবাড়ী কিন্ডারগার্টেন নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে উপজেলায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। এটি নালিতাবাড়ীর দ্বিতীয় কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘একুশে স্মৃতি সংসদ’ তাকে ‘একুশে স্মৃতি পদক’ প্রদান করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow