শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Feb 25, 2025 - 02:38
 0  11
শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিতরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ 

শেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ১৩টি পদের সবকটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি জানান, রোববার ছিল মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন। এদিন সভাপতি, সম্পাদকসহ ১৩টি পদে শুধুমাত্র জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দেন। কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মো. আশরাফুল আলম (লিচু) ও মো. ছামিউল ইসলাম (আতাহার)।
সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ হারুন অর রশিদ (বাচ্চু) ও মো. রেজুয়ান উল্লাহ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: এসআর জয়।
সাহিত্য ও পাঠাগার সম্পাদক: মো. আবু জাফর।
অডিটর: আব্দুর রব আল আমিন (খোকন)।
নির্বাহী সদস্য: মোহাম্মদ আখতারুজ্জামান-২, মো. আতিকুর রহমান (রাজীব), মোহাদ্দিস নাফে দিশান ও মো. আব্দুল আজিজ (সজীব রানা)।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow