নতুন আহ্বায়ক কমিটিতে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে নতুন দিগন্ত

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদ (মামুন)কে আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিয়ামুল হাসান আনন্দকে সদস্যসচিব এবং শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. সাইদুল ইসলাম সানিকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।
What's Your Reaction?






