নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও ভারতীয় চিনি উদ্ধার: গ্রেপ্তার ৫

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ভারতীয় চিনি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার বেকীকুড়া আমবাগান এলাকা থেকে ৭৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— আবদুর রহিম (২৮), পিতা: জবেদ আলী, সাং: নন্নী পশ্চিম পাড়া; শরিফুল ইসলাম শান্ত (২৫), পিতা: মৃত দুলাল হোসেন, সাং: নন্নী মধ্য বাজার; সাইফুল ইসলাম পলাশ (২৪), পিতা: শাহজালাল, সাং: কদমতলী বাজার, থানা: ঝিনাইগাতি, জেলা: শেরপুর।
একই রাতে আরও দুটি পৃথক অভিযানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে। রাত ৯টা ৪৫ মিনিটে মরিচপুরাণ ইউনিয়নের রিফুজিপাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মোস্তফা (৫৮), পিতা: আব্দুল জব্বার, সাং: রিফুজিপাড়া, থানা: নালিতাবাড়ী, জেলা: শেরপুরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, রাত ২টা ৩০ মিনিটে কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর এলাকা থেকে সাত বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় শামীম মিয়া (৩৬), পিতা: আব্দুল গনি, সাং: উত্তর সোহাগপুর, থানা: নালিতাবাড়ী, জেলা: শেরপুরকে গ্রেপ্তার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চোরাচালান আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






