নওগাঁ মহাদেবপুর হতে আন্তঃজেলা ডাকাত দলের নেতা আতাউর রহমান, শান্ত, বিপ্লব গ্রেফতার

DATE-26-02-2025

Feb 27, 2025 - 17:20
 0  8
নওগাঁ মহাদেবপুর হতে আন্তঃজেলা ডাকাত দলের নেতা আতাউর রহমান, শান্ত,  বিপ্লব গ্রেফতার

মাওলানা রেজাউল করিম নওগাঁ জেলা প্রতিনিধি-

নওগা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পালের নেতৃত্বে গত ভোর রাতে নওগাঁ জেলা পুলিশ কর্তৃক মহাদেবপুর থানার চেরাগপুর গ্রাম থেকে ৭টি ডাকাতিসহ ১৭ টি মামলার আসামি আতাউর রহমান, শান্ত,বিপ্লব(৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাবার নাম আব্দুল মজিদ মন্ডল। বিপ্লব আন্তঃজেলা ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে নওগাঁ জেলার মহাদেবপুর, পত্নীতলা, ধামুইরহাট, বদলগাছি এবং সদর থানায় মোট ১৭টি মামলা রয়েছে। ইতোমধ্যে অস্ত্র মামলায় তার ১৭ বছরের সাজা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সাম্প্রতিক সময়ে নওগাঁর পত্নীতলা এলাকার সড়কে বাস ডাকাতি ও আত্রাই থানার স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে ডাকাতি সংঘটনের সাথে সে জড়িত। অদ্য ২৬/০২/২০২৫ তারিখ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য যে, তার বিরুদ্ধে ৭টি ডাকাতি, ৪টি চুরি, ২ টি চাঁদাবাজি, ২ টি মাদক, ১টি মারামারি ও ১ টি অস্ত্র আইনে মামলা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow