রমজান উপলক্ষে বন্দিকে মুক্তি দিচ্ছে সংযুক্ত আরব-আমিরাত
২৭ ফেব্রুয়ারি, ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা ডব্লিউএএম। এছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তারও নির্দেশ দিয়েছেন তিনি।প্রেসিডেন্ট শেখ মোহামেদ বিন জায়েদ আল-নাহিয়ান বলেছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে এবং তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে সেটি থেকে পরিত্রাণ পাবে।
১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটির পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, ২৮ ফেব্রুয়ারি আরব বিশ্বের কিছু জায়গায় অর্ধচন্দ্র দেখা যাবে। যদি চাঁদ দেখা যায় ওইদিন সন্ধ্যা থেকে রমজান শুরু হয়ে যাবে। কিন্তু ওইদিন চাঁদ দেখা না গেলে পরেরদিন ১ মার্চ থেকে শুরু হবে পবিত্র এ মাস।
আরবি বর্ষপঞ্জিকার নবম মাস হলো রমজান।
What's Your Reaction?






