নালিতাবাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তায়িবা (৩) নামে এক শিশু মারা গেছে। শনিবার (২ মার্চ) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত তায়িবা নালিতাবাড়ী উপজেলার বিন্নীবাড়ী এলাকার মো. হাসান আলীর মেয়ে।
স্বজনরা জানান, শনিবার সকাল ১১টার দিকে তায়িবা বাড়ির পেছনে নালিতাবাড়ী-কাকরকান্দি সড়কের পাশে খেলছিল। এ সময় ছামাদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে শিশুটিকে ধাক্কা দেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথিমধ্যে নকলা এলাকায় পৌঁছালে শিশুটির মৃত্যু হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






