বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Jan 19, 2025 - 16:13
 0  15
বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিনের মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহাব উদ্দিন (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবিবার বাদ জোহর হিরন্ময়ী হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে গার্ড অব অনার প্রদান এবং নামাজে জানাজা শেষে নালিতাবাড়ী পৌর শহরের শাহী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. শাহাব উদ্দিন অবিভক্ত নালিতাবাড়ী-কাকরকান্দি ইউনিয়ন পরিষদ এবং পরবর্তীতে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দুইবার কমান্ডারের দায়িত্বও পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম সন্তান একজন দক্ষ রাজনীতিবিদ এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। দ্বিতীয় ছেলে ঠিকাদারী ব্যবসার সঙ্গে জড়িত। তৃতীয় ছেলে মোস্তাফিজুর রহমান পিপিএম বর্তমানে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তার ভাতিজা ও মেয়ের জামাতা ইউনিয়ন চেয়ারম্যানসহ পরিবারের অনেকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত রয়েছেন।

মো. শাহাব উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow