যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির গভীর অর্থনৈতিক সম্পর্ক আছে’ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। সেই অংশীদারিত্ব আরও গভীর করতেই বৈঠক হচ্ছে দুই দেশের।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সৌদি আরব সফর করছেন।
মঙ্গলবার (১৩ মে) রিয়াদে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সৌদি যুবরাজ। বিবিসি এ তথ্য জানিয়েছে।
সৌদি যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের ছয়শ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে। যা আগামী কয়েক মাসে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। তিনি বলেন, ‘যৌথ বিনিয়োগ আমাদের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ স্তম্ভ।’
তিনি আরও বলেন, ‘এ যৌথ তৎপরতা শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না বরং এটি সম্প্রসারিত হবে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা ও শান্তির জন্য।’
ট্রাম্প সৌদি আরবকে একটি ‘মহান জায়গা’আখ্যায়িত করে মোহাম্মদ বিন সালমানকে একজন ‘অসাধারণ মানুষ’হিসেবে বর্ণনা করেন। সৌদি যুবরাজের উদ্দেশে তিনি বলেন,‘আপনি দারুণ কিছু কাজ করেছেন। আজ আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ, শক্তিশালী ও যে কোন সময়ের চেয়ে শক্তিধর করতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।’
সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ১৪২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। যার আওতায় সৌদি আরবকে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী ও সেবা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দুই দেশের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউজ জানায়, ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় নিয়ে সমঝোতা স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি সৌদি আরবকে ওই সেবা দিবে।
What's Your Reaction?






