কণিকা ক্যাডেট একাডেমির সাফল্য: ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ শিক্ষার্থী

Mar 11, 2025 - 09:01
 0  8
কণিকা ক্যাডেট একাডেমির সাফল্য: ক্যাডেট কলেজে চূড়ান্তভাবে নির্বাচিত ৫ শিক্ষার্থী

তাওহিদুজ্জামান রোমান
সহ-সম্পাদক, জনগণের কন্ঠ 

শেরপুরের নালিতাবাড়ীর শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে কণিকা ক্যাডেট একাডেমি। প্রতিষ্ঠানটির নালিতাবাড়ী শাখা থেকে এবারের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় ৫ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কণিকা ক্যাডেট একাডেমি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, বিশেষ প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতির সুযোগ করে দেয়। ভবিষ্যতেও আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।”

চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন—
✔ অংকন চন্দ্র সরকার – সিলেট ক্যাডেট কলেজ
✔ মোস্তফা সুলতান খান জাকি – মির্জাপুর ক্যাডেট কলেজ
✔ রায়হানা তাসনীম রিফা – ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
✔ ইসরাত মেহেরীন মুন – ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
✔ নুসরাত জাহান দিবা – ফেনী গার্লস ক্যাডেট কলেজ

শিক্ষার্থীদের এই অর্জনে একাডেমির শিক্ষকরা উচ্ছ্বসিত। তারা জানান, কঠোর পরিশ্রম ও সঠিক নির্দেশনার মাধ্যমেই শিক্ষার্থীরা এই কৃতিত্ব অর্জন করেছে। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন এবং কণিকা ক্যাডেট একাডেমির প্রশংসা করেছেন।

উল্লেখ্য, কণিকা ক্যাডেট একাডেমি দীর্ঘদিন ধরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে আসছে। প্রতিষ্ঠানটি নালিতাবাড়ীসহ বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে থাকে। একাডেমির পরিচালক সাইয়েদ কুতুব জানান, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে ক্যাডেট কলেজে ভর্তি করানোর লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow