নালিতাবাড়ীতে জামিউল উলুম মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Mar 16, 2025 - 22:05
Mar 16, 2025 - 22:06
 0  18
নালিতাবাড়ীতে জামিউল উলুম মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

তাওহিদুজ্জামান রোমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি বেকিকুড়া জামিউল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপি নেতা জনাব ইলিয়াস খান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক নুরুল আমিন, নয়াবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সহ-সভাপতি ইউনুস আলী দেওয়ান, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান বিএসসি, নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ইফতার মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস খান বলেন, "রমজান আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।"

উক্ত ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মাদ্রাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow