উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, বদলগাছী, নওগাঁ কর্তৃক আয়োজিত যাকাত সেমিনার,,

1. উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন, বদলগাছী, নওগাঁ কর্তৃক আয়োজিত যাকাত সেমিনার,,
মাওলানা রেজাউল করিম নওগাঁ জেলা প্রতিনিধি,
"দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা " শীর্ষক সেমিনার- ২০২৫ উপজেলা পরিষদ সভাকক্ষ,বদলগাছী, নওগাঁয় অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জনাব মো: জাহাঙ্গীর আলম, উপজেলা ফিল্ড সুপারভাইজার (রাজস্ব), বদলগাছী, নওগাঁ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাত জাহান ছনি, উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী, নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স. ম. ফজলুল হক বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বদলগাছী, নওগাঁ। এবং বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গন্যমান্য ব্যক্তিবর্গ। ""দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা"" সম্পর্কে কোরান ও হাদীস থেকে অত্যন্ত প্রান্জল ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে ক্বুরআন প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ, আরবী প্রভাষক, ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসা, বদলগাছী, নওগাঁ।
What's Your Reaction?






