নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম

Mar 27, 2025 - 23:30
 0  45
নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কণ্ঠ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নন্নীবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় নজরুল ইসলাম বলেন, "ঈদ একটি আনন্দের উৎসব, যা মানুষের মাঝে শান্তি ও ভালোবাসার বার্তা নিয়ে আসে। এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে, একে অপরের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে কাজ করতে পারি। আমি নন্নীবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।"

নন্নীবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নজরুল আরও বলেন, "ঈদ একটি সময়, যখন আমরা আমাদের পরিবার, প্রতিবেশী ও বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। এ সময়ে সকলকে সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি।"

অভাবগ্রস্ত ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "আমি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকব। ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্তে সকলের সুস্থতা, সুখ ও শান্তি কামনা করি।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow