পোড়াগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক

শেরপুর জেলা প্রতিনিধি | জনগণের কন্ঠ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক।
এক শুভেচ্ছা বার্তায় ওমর ফারুক বলেন, "ঈদুল ফিতর শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে এই খুশির দিন, যা আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে শেখায়।"
পোড়াগাঁওবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফারুক আরও বলেন, "পোড়াগাঁও ইউনিয়নের প্রতিটি মানুষ যেন ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে, সেটাই আমাদের কাম্য। সবার জীবন সুখময় ও শান্তিময় হোক, সমাজে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হোক—এই প্রত্যাশা করি।"
এ সময় তিনি ইউনিয়নের সকল নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ একসঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।
What's Your Reaction?






