চরফ্যাশনে নকল দিতে গিয়ে আটক মাদ্রাসার সহ-সুপার
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ শাওয়াল ১৪৪৬ হিজরী |

আনোয়ার উল্লাহ (শরীফ)
জনগণের কন্ঠ প্রতিনিধি (চরফ্যাশন,ভোলা)
প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার পরীক্ষার হলে নকল দিতে গিয়ে কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপারকে আটক করে পরীক্ষার হল থেকে বহিষ্কার ও জরিমানা করা হয়।
আজ (১৫ এপ্রিল) মঙ্গলবার আরবী পরীক্ষা চলাকালীন সময়ে কালিয়াকান্দি কাদেরিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার তার নিকটস্থ আত্মীয়কে নকল দেওয়ার সময় বিজলিস টিমের সদস্যদের হাতে ধরা পড়েন।
জানা যায়, মঙ্গলবার আরবি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা হলের দায়িত্বে থাকা মাওলানা হাবিবুল্লাহ মাহবুব তার নিকটস্থ আত্মীয়কে নকল দেওয়ার সময় বিজলিস টিমের সদস্যদের হাতে ধরা পড়েন। বিষয়টি সাথে সাথে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হয়।
চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রাশনা শারমিন মিথি বলেন, চরফ্যাশন কারামতিয়া কামিল মাদ্রাসার পরীক্ষা চলাকালীন সময়ে কালিয়াকান্দি মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাবিবুল্লাহ মাহবুব এক পরীক্ষার্থীকে নকল দেয়া অবস্থায় বিজলিস টিমের সদস্যরা দেখে ফেলে। সে সময় তাকে হাত নাতে ধরা হয়। বিজলিস টিমের সদস্যরা বিষয়টি আমাকে অবগত করার পর ঘটনার উপশততা ও যাচাই-বাছাই করে হাবিবুল্লাহ মাহবুবকে ১৯৮০/৯ এর 'খ' ধারা মোতাবেক এক মাসের সাজার পরিবর্তে ত্রিশ হাজার টাকা জরিমানা ও হল থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা মোঃ নুরুল আমিন বলেন, কোন অপরাধীর ছাড় নেই। তবে কারাদণ্ড কমিয়ে তাকে জরিমানা করা হয়েছে। এবং মাদ্রাসার সুপারকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে বিভাগীয় পর্যায়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
জনগণের কন্ঠ.কম
What's Your Reaction?






