ছোট ৩ ভাইকে কুপিয়ে জখম করে বড় ভাই কফিল উদ্দিন গং

আপন বড় ভাই ও তার স্ত্রী

Sep 21, 2024 - 18:26
 0  154
ছোট ৩ ভাইকে কুপিয়ে জখম করে বড় ভাই কফিল উদ্দিন গং

শহিদুল ইসলাম (কক্সবাজার জেলা প্রতিনিধি);

কক্সবাজার জেলার মহেশখালী থানার কালাগাজির পাড়া গ্রামের জবরদখলকারী কফিলউদ্দিন ও তার স্ত্রী, হাফেজ জালাল উদ্দীন এবং তাদের ভাড়াটিয়া গ্যাং সহ আপন ছোট তিনভাইয়ের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এতে বড় ভাইয়ের হামলায় তিন ভাই মারাত্মকভাবে আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।আহতদের অবস্থা গুরুতর, এবং চিকিৎসা চলছে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, বড় ভাই কফিলের সাথে মা এবং ছোট তিন ভাইদের দীর্ঘ বছর ধরে জায়গা সম্পত্তির বিরোধ চলছিল। ওই বিরোধ মীমাংসায় একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সুরহা হয়নি।

এ বিষয়ে মা বাদী হয়ে নৌবাহিনী বরাবর অভিযোগ দায়ের করেন।

এতে উল্লেখ করেন_

যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি অভিযোগকারী অদ্য আপনার সমীপে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের পূর্বক জানাইতেছি, উপরোক্ত বিবাদী আমার আপন ছেলে হয়। উপরোক্ত বিবাদী আমার স্বামীর মৃত্যুর পর হইতে আমার কোন ভরন পোষন খরচ না দিয়া আমার বসত ঘর হইতে জিসিন পত্র সহ টাকা অনধিকার প্রবেশ করিয়া নিয়া যায়। ইহাতে বাধা দিলে আমাকে মারধর করিবে মর্মে হুমকি ধমকি প্রদর্শন করে। বিবাদীর হুমকি ধমকির ভয়ে আমি আমার ছোট ছেলে মোরশেদ এর বাসায় আশ্রয় নিই। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন গত ১৯/০৯/২০২৪ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার অপরাপর ছেলেদেরকে আমার স্বত্বীয় জায়গা ধান রোপন করার ট্রাকটর দিয়া জমি ধান রোপন করার জাত করি। কিছুক্ষণ পর উপরোক্ত বিবাদী তাহার দলীয় আরো সঙ্গী নিয়া অবৈধ ধ অস্ত্র, লম্বা দা, শক্ত কাঠের লাটি সহ আমার স্বত্বীয় দখলীয় জায়গা অনধিকার প্রবেশ করিয়া আমার ছেলে কমর উদ্দিনকে সহ শ্রমিকদের কে মারধর করিয়া ধান চাষ করার জমি হইতে তাড়াইয়া দেয় এবং বিবাদীর সঙ্গীয় পুলাপান দিয়া আমার স্বত্বীয় জায়গা ধান রোপন করে। এই বিষয়ে স্থানীয় মেম্বারকে অবহিত করিলে স্থানীয় মেম্বার বিবাদীকে তপশীলোক্ত জায়গা না যাওয়ার জন্য বলেন। তাহার পর বিবাদীন তপশীলোক্ত গিয়ে আমার ছেলে ইকবালকে মারধর করে ফুলা জখম করে। আঅপর এক ছেলেকে বিবাদী উপরে ফাকা গুলি ফুটাইয়া দৌড়াইয়া নিয়া যায়। উক্ত ঘটনার কথা আমার ছেলে কমর উদ্দিন আমাকে বলিলে আমি ঘটনার কথা এলাকার গন্যমাণ্য লোকজনকে অবহিত করি। নিরুপায় হইয়া বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মহোদয় সমীপে অত্র অভিযোগ দায়ের করছি।

অতএব প্রার্থনা যে, মহোদয় উপরোক্ত বিবাদীগনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে বাধিত করিবেন।

জনগণের কন্ঠ.কম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow