নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগে যুবদল থেকে বহিস্কৃত নেতা গ্রেপ্তার।
০৬ মার্চ, ২০২৫ | ২১ ফাল্গুন ১৪৩১ | ৫ রমজান ১৪৪৬

মোহাম্মদ সোলায়মান। নাঙ্গলকোট উপজেলা প্রতিদিন।
নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি আব্দুর রহিম( ৩৫) যৌথবাহিনীর হাতে গ্রেফতার। গত ৫-৩-২০২৫ ইং তারিখে এক ঠিকাদারের কাছে প্রকাশ্য চাঁদ দাবি করেন এই যুবদল নেতা।এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই সংবাদ শুনে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আহ্বায়ক মো:আনোয়ারুল হক ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু যৌথ বিবৃতিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কৃত করেন। এ বিষয়ে মো: আনোয়ারুল হক বলেন,বহিস্কৃত নেতৃবৃন্দের অপকর্মের কোন দায়-দায়িত্ব দল নিবে না।এবং যুবদলের সকলের প্রতি নির্দেশনা দিয়েছেন তার সাথে যেন কোন রকম সাংগঠনিক সম্পর্ক না রাখে। জানা যায় এই বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গফুর ভুইঁয়া গ্রুপের। আর আগেও তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের প্রামাণ পাওয়া যায়। তার সঙ্গী হিসেবে কয়েকজনের নাম উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম,তার ছোট ভাই মো:নাজমুল,মিজান, মেহেদী, নোমান প্রমূখ। এই অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?






