স্বাধীন সোসাইটি কর্তৃক বয়স্ক মহিলাদের শিক্ষা কেন্দ্র উদ্বোধন।

Apr 20, 2025 - 19:13
 0  25
স্বাধীন সোসাইটি কর্তৃক বয়স্ক মহিলাদের  শিক্ষা কেন্দ্র  উদ্বোধন।
1 / 1

1. স্বাধীন সোসাইটি কর্তৃক বয়স্ক মহিলাদের শিক্ষা কেন্দ্র উদ্বোধন।

সংবাদদাতাঃ  মোঃ ইমরান হোসেন। 
উপজেলা প্রতিনিধি উল্লাপাড়া। 

১৮/০৪/২০২৫ ইং শুক্রবার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের পেস্তক গ্রামে বয়স্ক মহিলাদের শিক্ষা কেন্দ্র উদ্বোধন করেন স্বাধীন সোসাইটি।
সকাল ১০.৩০ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানটি শুরু হয়। স্বাধীন সোসাইটির ধর্ম বিষয়ক সম্পাদক মাও মোঃ ইমরান হোসেন পবিত্র কুরআন থেকে থেকে তিলাওয়াত করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীন সোসাইটির সহঃ সেক্রেটারি মোঃ আসাদ ইসলাম ও হাসেমুল হক, উপদেষ্টা এমবি হাসেম ও তামিম হোসেন। এতে শিক্ষা বিষয়ক ব্যাপক আলোচনা করেন এমবি হাসেম। 
শিক্ষিত জাতি তৈরি করতে হলে একজন মাকে শিক্ষিত হতে হবে এটাও তুলে ধরেন।
বিনামূল্যে বই,খাতা, পেন্সিল ও নাস্তার মাধ্যমে শেষ হয় এ পর্ব। এ পর্ব শেষ করে উপদেষ্টা মন্ডলী প্রথম ধাপের শিক্ষা কেন্দ্র ও পরিদর্শন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow