বন্যার ক্ষতি কাটাতে জাপানের সহযোগিতা চেয়েছেন কৃষি উপদেষ্টা।

বাংলাদেশের ভয়াবহ বন্যায় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে জাপানের সহযোগিতা চেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Sep 4, 2024 - 20:52
Sep 4, 2024 - 20:54
 0  18
বন্যার ক্ষতি কাটাতে জাপানের সহযোগিতা চেয়েছেন কৃষি উপদেষ্টা।

০৪ সেপ্টেম্বর, ২০২৪।

মো.সাইদুর রহমান সোহাগ (ঢাকা জেলা প্রতিনিধি)। 

আজ ৪ সেপ্টেম্বর রোজ বুধবার সচিবালায়ে অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা নিজের অফিসকক্ষে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি সাক্ষাৎ করেন।তখন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফেটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে সাম্প্রতিক বন্যায় আমন ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উড়তে জাপানের সহযোগিতা প্রয়োজন।জবাবে জাপানের রাষ্ট্রদূত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজ দেশের সক্ষমতার কথা উল্লেখ করে বলেন,জাপান সরকারের 'জাপান প্ল্যাটফর্মের' আওতায় এনজিওর মাধ্যমে বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন সেক্টরে সহযোগিতা প্রদান করবেন এবং জাপান প্ল্যাটফর্ম কে ২ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।রোহিঙ্গা ক্যাম্পে জাপানি নাগরিকদের নিরাপত্তা ও জাপানি নিয়োগের বিভিন্ন শিল্প কারখানার নিরাপত্তার বিষয়ে উদ্বেগের কথা জানালে উপদেষ্টা এ বিষয়ে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার আশ্বস্ত করেন। উপদেষ্টা আরোও বলেন দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হয়েছে এবং সন্ত্রাসীদেরকেও গ্রেফতার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow