
মাওলানা রেজাউল করিম নওগাঁ
জেলা প্রতিনিধি,
বাংলাদেশের আলিয়া মাদ্রাসা ও এমপিওভুক্ত কলেজগুলোতে বহু শিক্ষক বছরের পর বছর পরিশ্রম করেও পদোন্নতির সুবিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বাস্তবতা হলো—অনেকেই ১৫ থেকে ২০ বছর ধরে একই পদে কর্মরত থেকেও এখনো সহকারী অধ্যাপক পদে পৌঁছাতে পারেননি। এর মূল কারণ হচ্ছে তথাকথিত রেশিও প্রথা, যা শিক্ষকদের জন্য এক প্রকার “অদৃশ্য বেড়াজাল”।
একজন শিক্ষক যখন সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ছেন, তখন পদোন্নতির পথে এ ধরনের জটিল নিয়ম কেবল হতাশা ও নিরুৎসাহই বাড়ায়। বর্তমান ২:১ রেশিও নিয়ম শিক্ষকদের আশা ভেঙে দিয়ে পেশাটিকে অগ্রগতির বদলে স্থবিরতার দিকে ঠেলে দিচ্ছে।
👉 তাই আজকের এই সময়ে প্রভাষকদের দৃঢ় দাবি—
আট বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে একজন শিক্ষককে অটোমেটিকভাবে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিতে হবে।
একই সঙ্গে, সহযোগী অধ্যাপক (Associate Professor) পদ সৃষ্টির মাধ্যমে শিক্ষকদের জন্য নতুন সুযোগ ও মর্যাদার দ্বার উন্মুক্ত করতে হবে।
এটি শুধু শিক্ষক সমাজের ন্যায্য অধিকার নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অপরিহার্য বিনিয়োগ। কারণ, যোগ্য ও উদ্দীপিত শিক্ষকই জাতি গঠনের মূল চালিকা শক্তি।
আমাদের দৃঢ় বিশ্বাস, অন্তর্বর্তীকালীন সরকার যদি আন্তরিকতার সঙ্গে এই দাবি মেনে নেয়, তবে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় নতুন ইতিহাস রচিত হবে। বিশ্ব আমাদের দেশকে শিক্ষাক্ষেত্রে এক আদর্শ মডেল হিসেবে স্বীকৃতি দেবে।
✦ তাই আর নয় বিলম্ব, আর নয় আশ্বাস—
👉 ৮ বছর পূর্ণ = অটো সহকারী অধ্যাপক
👉 নতুন পদ সৃষ্টি = সহযোগী অধ্যাপক
এটাই আজকের শিক্ষক সমাজের একমাত্র ও প্রাণের দাবি।
লেখক-
প্রভাষক মাওলানা রেজাউল করিম নওগাঁ
প্রভাষক ( আরবী),
ধর্মপুর গোয়ালভিটা হোসেনিয়া আলিম মাদ্রাসা, বদলগাছী, নওগাঁ।